সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
ছবি : বাসস

সিলেট, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সিলেটে বিরোধ নিষ্পত্তিতে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালতকে সক্রিয় করা হচ্ছে। গত এক বছরে জেলায় গ্রাম আদালতে ১২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ মঙ্গলবার সিলেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, গত এক বছরে জেলার ১০৬টি ইউনিয়নের ১ হাজার ৪৩৮ জন ব্যক্তি গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। এর মধ্যে নারী ৩১১ জন এবং পুরুষ ৯৩৪ জন। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, সাধারণ মানুষকে গ্রাম আদালতে যেতে উদ্বুদ্ধ করতে হবে। কারণ, গ্রাম আদালতে সহজে বিরোধ নিষ্পত্তি হয়। সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিতে এটি একটি বড় জায়গা হতে পারে।
তিনি গ্রাম আদালতের প্রচার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানুষ যাতে কোর্টে না গিয়ে গ্রাম আদালতে যায় সে জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে। এতে খরচ ও সময় বাঁচবে। মানুষের জীবনে প্রশান্তি আসবে।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরিচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা তুলে ধরা হয়। 

প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয় উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে’ সহায়তাকারী ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০