সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
ছবি : বাসস

সিলেট, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সিলেটে বিরোধ নিষ্পত্তিতে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালতকে সক্রিয় করা হচ্ছে। গত এক বছরে জেলায় গ্রাম আদালতে ১২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ মঙ্গলবার সিলেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, গত এক বছরে জেলার ১০৬টি ইউনিয়নের ১ হাজার ৪৩৮ জন ব্যক্তি গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। এর মধ্যে নারী ৩১১ জন এবং পুরুষ ৯৩৪ জন। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, সাধারণ মানুষকে গ্রাম আদালতে যেতে উদ্বুদ্ধ করতে হবে। কারণ, গ্রাম আদালতে সহজে বিরোধ নিষ্পত্তি হয়। সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিতে এটি একটি বড় জায়গা হতে পারে।
তিনি গ্রাম আদালতের প্রচার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানুষ যাতে কোর্টে না গিয়ে গ্রাম আদালতে যায় সে জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে। এতে খরচ ও সময় বাঁচবে। মানুষের জীবনে প্রশান্তি আসবে।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরিচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা তুলে ধরা হয়। 

প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয় উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে’ সহায়তাকারী ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০