ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

রাজশাহী, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়কালে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ ৯টি মামলার চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শহীদ সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৫২৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান বাসসকে বলেন, ৯টি মামলার তদন্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাড়া খেয়ে শাহ মখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আনজুম। সেখানে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় তার পিতা মাইনুল ইসলাম গত বছরের ২৩ আগস্ট বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। 

এ  মামলার চার্জশিটে ১১৭ জনকে আসামি করা হয়েছে। অপর দিকে আলী রায়হান কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ আগস্ট শহীদ আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১২৭ জনকে আসামি করা হয়। এছাড়া আরো ৭টি মামলাসহ ৯টি মামলায় ৫২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০