ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

রাজশাহী, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়কালে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ ৯টি মামলার চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শহীদ সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৫২৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান বাসসকে বলেন, ৯টি মামলার তদন্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাড়া খেয়ে শাহ মখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আনজুম। সেখানে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় তার পিতা মাইনুল ইসলাম গত বছরের ২৩ আগস্ট বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। 

এ  মামলার চার্জশিটে ১১৭ জনকে আসামি করা হয়েছে। অপর দিকে আলী রায়হান কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ আগস্ট শহীদ আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১২৭ জনকে আসামি করা হয়। এছাড়া আরো ৭টি মামলাসহ ৯টি মামলায় ৫২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
১০