সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।

একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পূত্রবধু, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ আকন্দ এই তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

ঐদিনই নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশি তদন্তে বেরিয়ে আসে মামলার বাদি রেজাউল করিম লাবুই হত্যা করেছে তার পিতা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি ও  সাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ
নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি 
সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত
গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ
জাকসু ও হল সংসদে নব-নির্বাচিতদের জাবি উপাচার্যের অভিনন্দন
আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু
১০ জন নিয়ে সোসিয়াদকে হারাল রিয়াল
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৫৯৮
জুনিয়র বৃত্তি পরীক্ষা বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোসহ নম্বর বণ্টন প্রকাশ
প্রথম জয়ের লক্ষ্যে কাল মুখোমুখি আরব আমিরাত ও ওমান
১০