চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৩:০৩ আপডেট: : ০১ অক্টোবর ২০২৫, ১৩:১৪
ছবি: বাসস

চট্টগ্রাম, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীরা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি আইনি সহায়তা পাচ্ছে। বিচারক মামলার মেরিট বিবেচনা, সাক্ষ্য গ্রহণসহ সব ধরনের কার্য সম্পন্ন করে মামলা নিষ্পত্তি করায় বিচারপ্রার্থীরা সন্তুষ্ট। 

তিনি বলেন, এছাড়া স্পর্শকাতর মামলাগুলো সূক্ষ্মভাবে বিবেচনায় নিয়ে আদালতে বিচার প্রক্রিয়া চলছে। যাতে কোনো পক্ষই অহেতুক হয়রানির শিকার না হন। এসব বিষয়ে নজরদারি রেখেছেন বিজ্ঞ বিচারক।

আদালত সূত্র জানায়, জেলা ও দায়রা জজ আদালতে দায়রা মামলা রয়েছে ১৪ হাজার ৪৩৫ টি। স্পেশাল ট্রাইব্যুনালে মামলা রয়েছে ১ হাজার ৭৯৭ টি। বিশেষ আইনের মামলা রয়েছে ৩৪ টি। ফৌজদারি রিভিশন মামলা রয়েছে ১ হাজার ৭০১টি। ফৌজদারি আপিল ২ হাজার ৩৭২টি রয়েছে।

এই আদালতে মামলা নিস্পত্তি হয়েছে দায়রা মামলা ১৯২ টি। ফৌজদারি রিভিশন মামলা নিষ্পত্তি হয়েছে ৮০টি। ফৌজদারি আপিলের নিষ্পত্তি ৮৮ টি। 

পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, সব ধরনের মামলা আদালতে দ্রুত নিষ্পত্তিতে বিচারিক কাজ সম্পন্নে সকল মেরিট পর্যালোচনা করেই অগ্রগতি হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক, শুনানি করেই মামলার প্রকৃত মেরিট ডকুমেন্টসহ পর্যালোচনা করে নিষ্পত্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আদালতে যাতে বাদী ও বিবাদী হয়রানির শিকার না হোন তার প্রতি দৃষ্টি রেখেই বিচারক মামলার অগ্রগতি করে রায় দেন। এতে দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীগণ সুবিচার পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
রংপুরে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
চট্টগ্রামে বন্ধ ঘোষিত প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে কাল
সন্ত্রাসবিরোধী মামলায় আবারো রিমান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
১০