সাবেক এমপি বুবলির জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
তামান্না নুসরাত বুবলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ।

পরের দিন সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা ব্যানারসহ অবৈধ মিছিল করার জন্য সমবেত হয়। কিছুক্ষণ পর আসামিরা মিছিল নিয়ে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়ে জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটায়।

এ ঘটনায় পরের দিন ২৫ সেপ্টম্বর সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেন পুলিশ। বুবলী এই মামলার এজাহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০