সরকারি খরচে ৫ লাখের বেশি মানুষকে আইনি পরামর্শ সেবা

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৭ হাজার ২২৮ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড-এর মাধ্যমে ৪ লাখ ৩৮ হাজার ৪৭৪টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৬ হাজার ৩৮৮ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ২ লাখ ৬৮ হাজার ৫২১ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক লিগ্যাল এইড সেল থেকে ২১ হাজার ৭৪৭ জন সরকারি খরচে আইনি পরামর্শ সেবা পেয়েছেন। এছাড়া জাতীয় হেল্পলাইন কলসেন্টার ‘১৬৪৩০’ (টোল ফ্রি)-তে কল করে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন আইনি পরামর্শ নিয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০