সরকারি খরচে ৫ লাখের বেশি মানুষকে আইনি পরামর্শ সেবা

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৭ হাজার ২২৮ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড-এর মাধ্যমে ৪ লাখ ৩৮ হাজার ৪৭৪টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৬ হাজার ৩৮৮ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ২ লাখ ৬৮ হাজার ৫২১ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক লিগ্যাল এইড সেল থেকে ২১ হাজার ৭৪৭ জন সরকারি খরচে আইনি পরামর্শ সেবা পেয়েছেন। এছাড়া জাতীয় হেল্পলাইন কলসেন্টার ‘১৬৪৩০’ (টোল ফ্রি)-তে কল করে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন আইনি পরামর্শ নিয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার ‘কোন কারণ নেই’: ট্রাম্প
বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা 
সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ডাকসু নেতাদের
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
পূজায় পোশাকের দাম বেড়েছে, বিক্রিও বেড়েছে
যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর
নওগাঁয় প্রতিমা তৈরি শেষ, চলছে সাজসজ্জার কাজ 
কক্সবাজারে সমন্বিত উন্নয়নে অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত
১০