চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:০৫

চট্টগ্রাম, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানায় বাস হেলপার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (৩৫) আজ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃদ মোবারক হোসেন বায়েজিদ বোস্তামি থানা এলাকার মাইজপাড়ার মো. ফয়েজ আলীর ছেলে।

নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরীর বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারক হোসেনের পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের তিন নেতা কারাগারে
১০