
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৩০ বছর ধরে পলাতক আসামি কামাল উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি হাটহাজারী উপজেলার বারিয়াঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে।
আজ রোববার চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাতে হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১৯৯৬ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকাতেই লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে র্যাবের একটি দল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, ৩০ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলার আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।