
চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। নিহত আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)। সানি ও ইউসুফ ঘটনাস্থল এনায়েত বাজার ২নম্বর কসাই পাড়ার মো. আলমের ছেলে। শাকিল মহানগরের নন্দনকানন এলাকার নুর আলমের ছেলে।
আজ শনিবার (১৫ নভেম্বর) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশ হত্যাকাণ্ডের মূলহোতা সানিকে শুক্রবার রাতে চন্দনাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ইউছুফ ও শাকিলকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার চৈতন্য গলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, হত্যার শিকার আকাশ ঘোষের কাছে একমাস আগে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন ও মেরামত করাতে দেন সানি। মেরামত বাবদ ১ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা হয় তাদের মধ্যে। এর পরিপ্রেক্ষিতে কিছু টাকা পরিশোধ করেন সানি। পরে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাকি টাকা চাইলে আকাশকে নগরীর কোতোয়ালি থানার কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় সানি। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আকাশকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডটি অত্যন্ত নিষ্ঠুর। আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।’