নারী চিকিৎসক জান্নাতুলকে হত্যা: প্রেমিক রেজার মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৩২

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎‎‎রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে এমবিবিএস পাস করা নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে গলা কেটে হত্যার দায়ে প্রেমিক মূলহোতা মো. রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিক। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুল নাঈম সিদ্দিকের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলার পর রেজাকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১৩ আগস্ট রেজাউল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন। 

মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির একমাত্র রেজাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

২০২৪ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচারচলাকালে চার্জশিটভুক্ত ২৬ আসামির মধ্যে বিভিন্ন সময় ২১ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই
সাতক্ষীরায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ : এ্যানি
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা বিষয়ক জাতীয় কনফারেন্স
গিনিতে ডিসেম্বরের ভোটের জন্য জান্তা প্রধানসহ ৮ প্রার্থী অনুমোদিত
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
পটুয়াখালীতে আমন ধানে পোকার আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা 
১০