অভ্যুত্থানের পর অর্থনীতির সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে: প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৬ আপডেট: : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের পর রপ্তানি, বিদেশি বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচক ইতিবাচক ধারায় ফিরেছে।

আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৫ মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসেছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে’।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তথ্য তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে’।

লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট, এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,‘আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি এযাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট ’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফেনীতে এনসিপির লাঠি মিছিল
ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ অনুষ্ঠিত
পুঁজিবাজারে দক্ষতা বৃদ্ধিতে বিএসইসি-ডিএসই’র যৌথ প্রশিক্ষণ কর্মশালা
ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ : আওয়ামী লীগ নেতা শামীম রিমান্ডে
এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য রূপান্তরে ডব্লিউটিও’র দৃঢ় সমর্থন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে
ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ
চট্টগ্রামে টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
১৮ মাসের মধ্যে ব্যাংক আমানতের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি
১০