ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:১১

ঝিনাইদহ, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহ শহরের ট্রাকের চাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন দুপুুুর দেড়টার দিকে পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে হামদহ এলাকায় মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।

তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে ট্রাকচালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি
শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : শ্রম উপদেষ্টা
হুমায়ুন আহমেদের চরিত্রের মতোই জনপ্রিয় হতে চান আরচ্যারীর হিমু
এক জমি থেকেই বছরে মিলবে তিন ফসল  
সংসারের ভার কাঁধে নিয়েও রূপার তীর ছুঁড়লেন বন্যা
জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
তেজগাঁও স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন : ২ জন কারাগারে
আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে: গোলাম পরওয়ার
ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিল্ড, পাওয়ার ও ওয়াটার এক্সপো
ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড বাংলাদেশের
১০