ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড বাংলাদেশের

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বাসস) : নিজেদের টেস্ট ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান করে স্বাগতিক বাংলাদেশ। 

সব মিলিয়ে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ হলেও দেশের মাটিতে সবচেয়ে বেশি রানের দলীয় ইনিংস। 

এতদিন ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিল ৬ উইকেট ৫৬০। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মোমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ডাবল-সেঞ্চুরিতে ১৫৪ ওভারে ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মোমিনুল ১৩২ ও মুশফিক অপরাজিত ২০৩ রান করেন। ঐ টেস্ট ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ।  

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৬৩৮। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৬৩৮ রান করেছিল বাংলাদেশ। ঐ ইনিংসে মোহাম্মদ আশরাফুল ১৯০, মুশফিক ২০০ ও নাসির হোসেন ১০০ রান করেছিলেন। 

টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ৮ উইকেটে ৫৯৫। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি ও মুশফিকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৯৫ রান করেছিল টাইগাররা। তারপরও ঐ ম্যাচ ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সাকিব ২১৭ ও মুশফিক ১৫৯ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ২৯ জন আটক 
জিয়াউর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি: ভিসি আমানুল্লাহ
সমবায় অধিদপ্তরের নিবন্ধক-মহাপরিচালক হলেন ইসমাইল হোসেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
দুবাই পেপারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
ডিএসইতে আজ অধিকাংশ শেয়ারের দরপতন, লেনদেনও কমেছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
সাব-কনট্রাক্ট পোশাক ও বস্ত্র রপ্তানিতেও মিলবে বিশেষ নগদ সহায়তা
সিলেটে কৃষক কল্যাণ ট্রাস্ট গঠন
১০