
নাটোর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব) মো. শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব.) হ্লা হেনমং, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব.) মো. মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী এবং বিদায়ী শিক্ষার্থীরা।
বাউয়েট প্লাজায় বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি স্মরণীয় করে রাখতে ক্যাম্পাস প্রাঙ্গণে আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ি-পাঞ্জাবি ডের আয়োজন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বিদায়ী ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন ডিনার ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।