আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে: গোলাম পরওয়ার

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, সন্ত্রাসী, লুটেরা, গণহত্যাকারী, খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নি সন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছে তাতে আমরা বিস্মিত। যারা অন্যায় অপরাধ করেছে জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না। তাদের মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতসহ ৮টি দল ৫ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে জামায়াত সারা দেশে মিছিল সমাবেশ করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা।

অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরপরেই জুলাই আদেশের উপর গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টা জামায়াতসহ ৮টি দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণ করবেন।

জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট এবং সাইন্সল্যাব, যাত্রাবাড়ী চৌরাস্তায়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনের রাস্তায় এবং মহানগরী উত্তরের মিরপুর ১০ ও ১১, আমিন বাজার, মগবাজার, ভাটারা, রামপুরা, খিলক্ষেত, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা, মালিবাগ, বাংলামোটর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ২৯ জন আটক 
জিয়াউর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি: ভিসি আমানুল্লাহ
সমবায় অধিদপ্তরের নিবন্ধক-মহাপরিচালক হলেন ইসমাইল হোসেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
দুবাই পেপারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
ডিএসইতে আজ অধিকাংশ শেয়ারের দরপতন, লেনদেনও কমেছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
সাব-কনট্রাক্ট পোশাক ও বস্ত্র রপ্তানিতেও মিলবে বিশেষ নগদ সহায়তা
সিলেটে কৃষক কল্যাণ ট্রাস্ট গঠন
১০