ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিল্ড, পাওয়ার ও ওয়াটার এক্সপো

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৪২

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী-৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার বাংলাদেশ এক্সপো ২০২৫। 

আজ বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মুস্তাফিজুর রহমান এবং জিআইজিডি বাংলাদেশ এর স্কিলস ফর এসই প্রকল্প প্রধান মো. তানভীর মাসুদ।

২০টিরও বেশি দেশের ২০০টিরও বেশি কোম্পানি এবং ৫০০-এর বেশি বুথ নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে তিন দিনে ৩৫ হাজারেরও বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। এতে দেশীয় শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করছে। 

‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে রয়েছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজিডি বাংলাদেশ। সেমস-গ্লোবাল ও জিআইজিডি বাংলাদেশ’র যৌথ আয়োজনে ১৫ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে সম্মেলন ‘ইনোভেশনস অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটেইনেবল এনার্জি ট্রানজিশন’।

এবারের বিল্ড সিরিজে সেমস-গ্লোবালের ‘কমিটমেন্ট টু দ্য কমিউনিটি’ উদ্যোগের অংশ হিসেবে এবং আর্কিকানেক্টের সহযোগিতায় প্রদর্শিত হচ্ছে পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন প্রদর্শনী ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স’। এতে ২০০০-২০২৫ সাল পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য নকশা ডিজিটালি প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে রয়েছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড। নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক ধারা ও উদ্ভাবন নিয়ে পাঁচটি আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হচ্ছে, যা প্রদর্শনীকে নতুন মাত্রা দিয়েছে।

প্রদর্শনী ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ২৯ জন আটক 
জিয়াউর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি: ভিসি আমানুল্লাহ
সমবায় অধিদপ্তরের নিবন্ধক-মহাপরিচালক হলেন ইসমাইল হোসেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
দুবাই পেপারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
ডিএসইতে আজ অধিকাংশ শেয়ারের দরপতন, লেনদেনও কমেছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
সাব-কনট্রাক্ট পোশাক ও বস্ত্র রপ্তানিতেও মিলবে বিশেষ নগদ সহায়তা
সিলেটে কৃষক কল্যাণ ট্রাস্ট গঠন
১০