বাজেটে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৮:৫৬ আপডেট: : ০৩ জুন ২০২৫, ১৯:০০
মঙ্গলবার দুপুরে এনসিপির অস্থীয় কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে এনসিপি প্রতিক্রিয়া দেয়। ছবি: বাসস

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলেছি, এই বাজেটের মধ্যে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী-গরিবের আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আয় বৈষম্য কমানোর কোনো কার্যকর উদ্যোগ দেখিনি।

আজ মঙ্গলবার দুপুরে এনসিপির অস্থীয় কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক।

নাহিদ বলেন, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার ও কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর করের যে চাপ ছিল তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল বেকার সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ থাকবে। কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে ২৬ লাখ বেকার বৃদ্ধি পেয়েছে।

ব্যাংকের ওপর সরকারের নির্ভরশীলতা অব্যাহত রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, বিনিয়োগ বাড়ানোর কোনো নীতি গ্রহণ করা হয়নি। এমন অর্থনীতির পলিসি থেকে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে তা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানোর নিন্দা জানিয়ে নাহিদ বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদের উদ্যোগে বিদেশে যায়। তাদেরকে কীভাবে সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেনিং দিয়ে আরো কর্মক্ষম করা যায় সে বিষয়ে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কিন্তু তা আমরা দেখিনি। এছাড়া, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে মিলেনিয়াম টাইগার্স
আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ মহিলা কাবাডি প্রতিভা অন্বেষন কর্মসূচী সমাপ্ত
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ
পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহার
টাঙ্গাইলে বিএনপির ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডেঙ্গুতে আরও ৩১৭ জন আক্রান্ত 
শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রী’র খোঁজ নিলেন তারেক রহমান
ঢাবি আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন
ভৈরবে মোবাইল কোর্ট: ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
১০