বাসস
  ২৮ জুলাই ২০২৩, ১৮:৪২

এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

ঢাকা, ২৮ জুলাই, ২০২৩ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড় (জিপিএ) ৫ পেয়েছে।
আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী রয়েছেন।
ফলাফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছে এবং কারিগরি বোর্ডের অধীনে বৃত্তিমূলক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৫।
২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। আর এ বছর পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, যা আগের বছরের তুলনায় ৮৬ হাজার ২৪ জন শিক্ষার্থী কম।
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে এ বছরও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০২২ সালের পরীক্ষায় পাসের হার ছিল প্রায় ৮৭.৪৪ শতাংশ। যা চলতি বছরের চেয়ে ৭.০৫ শতাংশ বেশি।