রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার রাত সোয়া ১০টায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থানার একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় টহল টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নাইন এম এম একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
১০