শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার রাত সোয়া ১০টায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থানার একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় টহল টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নাইন এম এম একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে।