পীরগঞ্জে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের এক হাজার কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:১৯

রংপুর, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন (এসএএসএফ) আজ বৃহস্পতিবার জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত দরিদ্র ও দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে।

শহিদ আবু সাঈদের নামানুসারে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন গত ৮ ডিসেম্বর জাফরপাড়ার নিকটবর্তী তার জন্মস্থান বাবানপুর গ্রামে দুস্থ মানবতার সেবা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র এবং অন্যতম একজন বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক, যিনি গত ১৬ জুলাই রংপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও আবু সাঈদের ভাই মো. রমজান আলী।

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউর করিম ও মো. মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. শফিউল আজম, মো. শামসুর রহমান ও মো. আরমান হোসেন উপস্থিত ছিলেন।

আজ রাতে বাসস’র সঙ্গে আলাপকালে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, এলাকার শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কম্বল বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, এর আগে গত ৮ ডিসেম্বর শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধনী দিনে আমরা এলাকার ২১০ জন এতিম এবং অত্যন্ত দরিদ্র ও দুস্থদের প্রত্যেককে এক হাজার টাকা করে ২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
১০