পীরগঞ্জে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের এক হাজার কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:১৯

রংপুর, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন (এসএএসএফ) আজ বৃহস্পতিবার জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত দরিদ্র ও দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে।

শহিদ আবু সাঈদের নামানুসারে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন গত ৮ ডিসেম্বর জাফরপাড়ার নিকটবর্তী তার জন্মস্থান বাবানপুর গ্রামে দুস্থ মানবতার সেবা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র এবং অন্যতম একজন বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক, যিনি গত ১৬ জুলাই রংপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও আবু সাঈদের ভাই মো. রমজান আলী।

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউর করিম ও মো. মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. শফিউল আজম, মো. শামসুর রহমান ও মো. আরমান হোসেন উপস্থিত ছিলেন।

আজ রাতে বাসস’র সঙ্গে আলাপকালে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, এলাকার শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কম্বল বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, এর আগে গত ৮ ডিসেম্বর শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধনী দিনে আমরা এলাকার ২১০ জন এতিম এবং অত্যন্ত দরিদ্র ও দুস্থদের প্রত্যেককে এক হাজার টাকা করে ২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০