বাসস
  ৩১ জুলাই ২০২৩, ১৩:৪৬

নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ

নড়াইল, ৩১ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বাইসাইকেল, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যাভাসে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও শিশুতোষ বই এবং সায়েনটিফিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ  চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম আহমেদ প্রমূখ।
আলোচনাসভা শেষে ৩০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস, ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুটবল, ৫ শিক্ষার্থীকে টি বাই সাইকেল, ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সায়েনটিফিক যন্ত্রপাতি প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।