ডাক অধিদপ্তরের সাবেক ডিজি সুধাংশু শেখরের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:০২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অর্থ আত্মসাতের অভিযোগে ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুধাংশু শেখর ভদ্র ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাত করে দন্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।  

সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই- সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন। এরপর ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০