ডাক অধিদপ্তরের সাবেক ডিজি সুধাংশু শেখরের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:০২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অর্থ আত্মসাতের অভিযোগে ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুধাংশু শেখর ভদ্র ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাত করে দন্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।  

সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই- সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন। এরপর ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিটনের নেতৃত্বের প্রশংসায় সালাহউদ্দিন
বিদ্যমান আইনকে যুগোপযোগী করার সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট
টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
চীনের নানজিং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খাদ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের বৈঠক
পটুয়াখালীতে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু 
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে ৫ অভিযোগ
সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমাতে হবে : দুদক চেয়ারম্যান
১০