বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১৪:১৩

গোপালগঞ্জ শিশু একাডেমিতে জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণ

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ ), ১০ আগস্ট, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  গোপালগঞ্জ জেলা শিশু একাডেমিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত  কবিতা, ছড়া পাঠ ও মিলা-দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট জেলা শিশু একাডেমির  কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, ছড়া ও স্বরচিত কবিতা পাঠ করবে শিশুরা। এছাড়া  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক বক্তৃতা, জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের  কালরাতে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হবে।
গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শরিফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার আমরা শিশুদের কুইজ, বক্তৃতা ও হাম/না’ত প্রতিযোগিতা সম্পন্ন করেছি। এ প্রতিযোগিতায়  গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আগামী ১৫ আগস্ট জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পুরস্কার বিতরণ করবেন।
ওই কর্মকর্তা আরো বলেন গোপালগঞ্জ  শিশু একাডেমি কার্যালয়ে কবিতা, ছড়া ও স্বরচিত কবিতা পাঠ,  বঙ্গবন্ধু  বিষয়ক বক্তৃতা,  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৫ আগস্টর অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।