চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:২৯
চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

বুধবার দুপুরে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। নগরীর বন্দর সংলগ্ন কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাস্টমস কমিশনার জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হচ্ছে বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহংকার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগীদের অলরেডি চিহ্নিত করা হয়েছে।

তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তাই আওয়ামী দোসররা সম্মানের সঙ্গে কাস্টমস হাউস থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না।

বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রতিনিধি মো. শাহেদ, শহিদুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, তৌসিফ ইমরোজ, কায়েম হোসাইন আবিদ, ওমর ফারুক চৌধুরী, মো. রাশেদ, সাগর হোসেন ও মো. রাফি প্রমুখ।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০