বাসস
  ১০ আগস্ট ২০২৩, ২১:০১

সাজেকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক : ফিরতে শুরু করেছে আটকে পড়া পর্যটকরা

খাগড়াছড়ি, ১০ আগস্ট, ২০২৩ (বাসস): জেলার দিঘীনালা থেকে সাজেকের পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় আজ থেকে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। 
টানা বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যাওয়ায় ও পাহাড় ধসের কারনে গত তিনদিন ধরে ৪৭৫ জন পর্যটক সাজেকে আটকা পড়ে। পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন রাস্তার উপর পড়ে থাকা গাছ পালা অপসারণ এবং মাটি সরনোর পর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। নিরাপদে ফিরে আসে পর্যটকবাহী গাড়ি।
সাজেক রাংগামাটি জেলার একটি বৃহৎ ইউনিয়ন। সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা হয়ে। পাহাড় কেটে রাস্তা তৈরীর হওয়ায় টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ভেংগে রাস্তায় পড়ার কারনে বর্ষা মৌসুমে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে । 
এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে রাখায় তাদের কোন সমস্যা হয়নি।এতে পর্যটকরাও খুশি ।
খাগড়াছড়ি জীপ মালিক সমিতির লাইনম্যান মো. আলম জানান- সাজেকের পথে রাস্তাঘাট মেরামত করে স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি থেকে বেশ কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে।সাজেক থেকেও ছেড়ে এসেছে পর্যটক বাহী গাড়ি।