বাসস
  ২৬ আগস্ট ২০২৩, ২১:২৭

স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর , ২৬ আগস্ট ২০২০ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে ভীত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় গণমাধ্যমকর্মীরাও অবদান রাখছে।  জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন’র (জিইউজে) উদ্যোগে আজ ‘বঙ্গবন্ধু হত্যা ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণমাধ্যম ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুরস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জিইউজে’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্তর সঞ্চালনায়  আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা তুলে  ধরে বক্তব্য রাখেন দি ডেইলী পিপলস লাইফের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম.এ বারী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, জিইউজে’র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক  মোঃ নুরুল আমিন সিকদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ।
জাহিদ আহসান রাসেল বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসসহ বিভিন্ন হত্যাকান্ড চালিয়েছে। প্রতিবারই সন্ত্রাসীরা স্বাধীনতা বিরোধী অপশক্তি সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তাভবে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে ইতিহাস থমকে দাঁড়িয়েছিলো। জাতীয় নেতাদের হত্যা, তাদের চরিত্রহনন করে কুলঙ্গাররা প্রতিষ্ঠা পেতে চেয়েছিলো। সেই সমস্ত বিপথগামী স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আলোচনা সভার পর সকল শহিদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।