সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩১
আবহাওয়া অধিদপ্তর। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কি.মি।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ৬টা ৩৯ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে হারানো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
১০