বাসস
  ২৭ আগস্ট ২০২৩, ২২:৫০

টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার চালু করা হবে

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৩ (বাসস) : দেশে স্বাস্থ্যকর ও টেকসই স্যানিটেশন ব্যবস্থার জন্য একটি তথ্য ও ডেটা-চালিত, সমন্বিত ও স্বয়ংক্রিয় ডেটা ইকোসিস্টেম তৈরি করতে একটি স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার চালু হতে যাচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং Aspire to Innovate (a2i) আজ যৌথভাবে এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের অংশগ্রহণে 'স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠার জন্য সূচকের চূড়ান্তকরণ' শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। 
খবর প্রেস বিজ্ঞপ্তির।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আখতার হোসেন । মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসেন খান এবং পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রটি চালু হলে এটি দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য-ভিত্তিক নীতি প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে গতি আনবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বলেন, জনস্বাস্থ্যের উন্নতির জন্য সবার জন্য টেকসই স্যানিটেশন নিশ্চিত করা অপরিহার্য।
বাংলাদেশ ইতিমধ্যেই স্যানিটেশন কর্মসূচিতে 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা' অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, সরকার এখন ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এই কেন্দ্রে নির্ধারিত সূচকগুলি বাস্তবায়নের জন্য সব ধরণের সহায়তা প্রদান করবে উল্লেখ করে আক্তার আশা প্রকাশ করেন যে, স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
কর্মশালায় DPHE এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান স্বাগত বক্তব্য রাখেন এবং A2i পলিসি উপদেষ্টা অনির চৌধুরী 'ডেটা স্যানিটেশন গভর্ন্যান্স অ্যান্ড স্মার্ট বাংলাদেশ' বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।