লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি গুড়িয়ে দেওয়া হয়েছে, জরিমানা ৩০ লাখ টাকা 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : গত ১৫ দিনে জেলার সদর উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ৩০ লাখ টাকা। 

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। 

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। কোন কোনোটায় সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে জেলার রামগতি চররমিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০