লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি গুড়িয়ে দেওয়া হয়েছে, জরিমানা ৩০ লাখ টাকা 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : গত ১৫ দিনে জেলার সদর উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ৩০ লাখ টাকা। 

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। 

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। কোন কোনোটায় সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে জেলার রামগতি চররমিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ
খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ সেমিনার 
১০