লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি গুড়িয়ে দেওয়া হয়েছে, জরিমানা ৩০ লাখ টাকা 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : গত ১৫ দিনে জেলার সদর উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ৩০ লাখ টাকা। 

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। 

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। কোন কোনোটায় সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে জেলার রামগতি চররমিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে বাদ দেওয়া ‘রহস্যজনক’ : যুবদল
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত
১০