লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি গুড়িয়ে দেওয়া হয়েছে, জরিমানা ৩০ লাখ টাকা 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : গত ১৫ দিনে জেলার সদর উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ৩০ লাখ টাকা। 

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। 

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। কোন কোনোটায় সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে জেলার রামগতি চররমিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০