শিরোনাম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সরকার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং তার কার্যালয়ের বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘এই মামলাগুলো বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রতিনিধিত্ব করে।’
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করে থাকে।’
এতে বলা হয়, স্বাধীনতার মূলনীতির সঙ্গে সঙ্গতি রেখে, বাংলাদেশের বিচার বিভাগ কোনো মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা-নিষেধ, অনুচিত প্রভাব, প্রলোভন, চাপ, হুমকি বা হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে, তথ্যের ভিত্তিতে এবং আইন অনুসারে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর ২০২৩-এ হাইকমিশনার ফর হিউম্যান রাইটস অফিস কর্তৃক জারি করা প্রেস ব্রিফিং নোট বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
নোটের মাধ্যমে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও তার কার্যালয় ‘বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মানবাধিকার আইনজীবী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে ক্রমাগত ভীতি প্রদর্শন ও হয়রানির কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, নোটের বিষয়বস্তু মানবাধিকারের জন্য হাইকমিশনারের কার্যালয় যেভাবে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার কাজে সার্বজনীনতা, বস্তুুনিষ্ঠতা, নিরপেক্ষতা, এবং অ-নির্বাচনের নীতিগুলোকে সমুন্নত রাখে তা প্রশ্নবিদ্ধ করে।
বিচারাধীন বিষয়ে মন্তব্য করার মাধ্যমে ওএইচসিএইচআর যেভাবে একটি রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীন কার্যকারিতাকে প্রভাবিত করতে চায় তা লক্ষ্য করে সরকারও আতঙ্কিত।
সরকার প্রেস ব্রিফিং নোটের মাধ্যমে প্রকাশ করা উদ্বেগকে একটি দেশের ‘বিচার বিভাগের স্বাধীনতার মৌলিক নীতি’র প্রতি স্পষ্ট অসম্মান হিসাবে বিবেচনা করে যা ওএইচসিএইচআর অন্যত্র প্রচার করার দাবি করে।
ড. ইউনূস এবং অধিকারের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকা অবস্থায়, সরকার ওএইচসিএইচআরকে সেই মৌলিক নীতিগুলো মনে করিয়ে দিতে চায় যেগুলো ‘বিচার বিভাগের স্বাধীনতাকে সম্মান করা এবং পর্যবেক্ষণ করা সমস্ত সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তব্য’ এবং ‘সেখানে বিচারিক প্রক্রিয়ায় কোনো অনুপযুক্ত বা অযৌক্তিক হস্তক্ষেপ করা যাবে না’ এই বক্তব্যকে সমুন্নত রাখে।’
সরকার পুনর্ব্যক্ত করে যে ডক্টর মুহাম্মদ ইউনূসের ওপর বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সংবিধান ও আইন সমানভাবে প্রযোজ্য এবং আইন অনুযায়ী সমানভাবে আচরণ করা হচ্ছে এবং তিনি আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। প্রকৃতপক্ষে, তিনি কোনও বাধা ছাড়াই সমস্ত সম্ভাব্য আইনি উপায় ব্যবহার করছেন।
‘আইনি হয়রানির অভিযোগ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়’ বলে বিবৃতিতে দাবি করা হয়।