নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার দাবি ছাত্রশিবিরের

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২২:৪১

ঢাকা (উত্তর), ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। 

‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল’ শেষে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে শিবির সেক্রেটারি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী ৬ মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, বাকশাল কায়েম করে এ দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল, জুলাই আন্দোলনে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র-জনতা শহিদ হয়েছে, সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিচার হতে দেখিনি। আমরা বিচারে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করছি। এই বাংলার মাটিতে তাদের বিচার করেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে।’

গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবাধিকার সম্পাদক সিফাত আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
গোলাগুলিতে অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লারই একজন 
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৭১১
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আজ
লিড প্লাটিনাম সনদ অর্জন করলো বাংলাদেশের আরও দুই কারখানা
বিশ্বব্যাপী নিরাপদ পানীয় জলের অভাবে রয়েছে প্রতি ৪ জনের ১ জন : জাতিসংঘ
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা : ব্যাখ্যা মিশনের
যুক্তরাষ্ট্রে ডাক পাঠানো স্থগিত করা দেশগুলোর সঙ্গে যোগ দিল অস্ট্রেলিয়া
ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু
১০