বিশ্বসাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের ১১তম আবর্তনের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৯
আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আবৃত্তি সংঘের ১১ তম আবর্তনের উদ্বোধন। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্বসাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের ১১ তম আবর্তনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৬৬জন শিক্ষার্থী অংশ নেয়। 
 
আবৃত্তি সংঘের আয়োজনে আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে চর্যাপদ থেকে চরণের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের একমাত্র কাব্যগ্রন্থ মৃত্যুময় ও চিরহরিৎ বইয়ের কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানে আবু সায়ীদের অন্যন্য গ্রন্থের উক্তি এবং কিছু অংশও পাঠ করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এতে গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তি সংঘের সিনিয়র শিল্পী হাসান সালেহ জয়। বক্তব্য রাখেন আলোর ইশকুলের সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ এবং আবৃত্তি সংঘের সমন্বয়ক মো. জাহিদুল হাসান প্রমুখ।

আবৃত্তিতে অংশ নেন সংঘের সদস্য নারগিস সুলতানা, নিশাত মজুমদার, হাসান সালেহ জয়, সারজিল বারী, নীলা হাসান ও জাহানারা আফরিন। 

অধ্যাপক আবু সায়ীদ বলেন, ‘আবৃত্তি করার সময় ছন্দের মিল রাখতে হবে। ছন্দ ছাড়া আবৃত্তি সুন্দর হয় না। ছন্দ হচ্ছে হৃদয়ের ঢেউ। আবৃত্তির মধ্যেও অভিনয় আছে সেটি রাখতে হবে। সেটি না হলে আবৃত্তি প্রাণ পায় না। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।’ 

তিনি বলেন, আবৃত্তির সময় হাসিখুশি ও উৎফুল্য থাকতে হবে। তাহলে দর্শকরা মজা পাবেন। আবৃত্তির সময় দর্শকরা যেন মনোযোগের সঙ্গে উপভোগ করেন। আবৃত্তির সময় মৃতপ্রায় থাকলে দর্শক মনোযোগ হারাবে।
 
বিশিষ্ট শিক্ষাবিদ আবু সায়ীদের মজার মজার কথা ও গল্প শুনে দর্শকরা করতালি ও হেসে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে 
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার
ডালাসের বন্দুকধারী আইসিই এজেন্টদের 'সন্ত্রাসী' করতে চেয়েছিল: কর্মকর্তা
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
আনোয়ারায় পূজামণ্ডপে অনুদানের চাল বিতরণ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত 
শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প  
১০