বিশ্বসাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের ১১তম আবর্তনের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৯
আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আবৃত্তি সংঘের ১১ তম আবর্তনের উদ্বোধন। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্বসাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের ১১ তম আবর্তনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৬৬জন শিক্ষার্থী অংশ নেয়। 
 
আবৃত্তি সংঘের আয়োজনে আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে চর্যাপদ থেকে চরণের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের একমাত্র কাব্যগ্রন্থ মৃত্যুময় ও চিরহরিৎ বইয়ের কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানে আবু সায়ীদের অন্যন্য গ্রন্থের উক্তি এবং কিছু অংশও পাঠ করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এতে গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তি সংঘের সিনিয়র শিল্পী হাসান সালেহ জয়। বক্তব্য রাখেন আলোর ইশকুলের সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ এবং আবৃত্তি সংঘের সমন্বয়ক মো. জাহিদুল হাসান প্রমুখ।

আবৃত্তিতে অংশ নেন সংঘের সদস্য নারগিস সুলতানা, নিশাত মজুমদার, হাসান সালেহ জয়, সারজিল বারী, নীলা হাসান ও জাহানারা আফরিন। 

অধ্যাপক আবু সায়ীদ বলেন, ‘আবৃত্তি করার সময় ছন্দের মিল রাখতে হবে। ছন্দ ছাড়া আবৃত্তি সুন্দর হয় না। ছন্দ হচ্ছে হৃদয়ের ঢেউ। আবৃত্তির মধ্যেও অভিনয় আছে সেটি রাখতে হবে। সেটি না হলে আবৃত্তি প্রাণ পায় না। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।’ 

তিনি বলেন, আবৃত্তির সময় হাসিখুশি ও উৎফুল্য থাকতে হবে। তাহলে দর্শকরা মজা পাবেন। আবৃত্তির সময় দর্শকরা যেন মনোযোগের সঙ্গে উপভোগ করেন। আবৃত্তির সময় মৃতপ্রায় থাকলে দর্শক মনোযোগ হারাবে।
 
বিশিষ্ট শিক্ষাবিদ আবু সায়ীদের মজার মজার কথা ও গল্প শুনে দর্শকরা করতালি ও হেসে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০