শিরোনাম
ময়মনসিংহ, ৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি বলেন, বর্তমান সরকার শিল্প-সংস্কৃতি উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সুস্থ ধারার সাংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ও সংস্কৃতি সেবীদের উৎসাহ প্রদান ও দুস্থ সাংস্কৃতিক কর্মীদের অর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
তিনি আজ শনিবার বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্প সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮টি বিভাগে আজ একই সঙ্গে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ যাবৎ ৬৪টি জেলায় সাহিত্য সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব রাজীব কুমার সরকার, শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ, সিটি কর্পোরেশনের নির্বাহী ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
উৎসবে চার জেলার শিল্পীরা লোক সঙ্গীতসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।