বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫১

ঋণখেলাপীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের প্রচলিত আইন অনুযায়ী ঋণ-খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘ঋণ-খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন আছে। যারা ঋণ-খেলাপী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ঋণ আদায় করার আইনগত ব্যবস্থা দেশে আছে। তার জন্য আলাদা কোন আইন তৈরি করা যাবে না। ঋণ-খেলাপীর জন্য সরকার স্পেশাল কোন ব্যবস্থা গ্রহণ করতে  পারবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী ঋণ-খেলাপীদের জন্য ব্যবস্থা নিতে হবে।’ পরিকল্পনামন্ত্রী আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাস্থ আব্দুল মজিদ কলেজের একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনে ঋণ-খেলাপীরা প্রার্থী হলে ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার আহবান জানিয়ে এমএ মান্নান বলেন, ‘ঋণ-খেলাপী হয়েও কেউ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে।’ জামায়াতে ইসলামীর নিবন্ধন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিবন্ধন আমাদের বিষয় নয়, এটি নির্বাচন কমিশনের (ইসি) বিষয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। আর জামায়াত একটি জঙ্গী সংগঠন। তাই এ সংগঠনের নিবন্ধন থাকবে কি থাকবে না, তা আইন অনুযায়ী নির্বাচন কমিশন ঠিক করবে। কারণ, নিয়ম কানুন মেনেই ইসি নিবন্ধন দিয়ে থাকে।’ এ সময় তিনি বলেন,‘আমাদের দেশের সংবিধানে যে আইন আছে, সেখানে বলা আছে ৫ বছর পরপর নির্বাচন হবে, নইলে সরকারের বৈধতা থাকবে না। আর কিভাবে নির্বাচন হবে, সেটা শেখ হাসিনা কিংবা আমাদের কারো বিষয় নয়, এটা  নির্বাচন কমিশনের ব্যাপার।’ নির্বাচন যে হবে- এবিষয়ে কোনো সন্দেহ নাই, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নির্বাচন কখনো বন্ধ হয় নাই বা ভবিষ্যতেও হবেনা। আমাদের ইতিহাসেও তা নাই।’
আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদুর রউফ পল্লবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।