বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১

লিবিয়ায় ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা 

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লিবিয়ায় মারাত্মক ঝড়ে হতাহতের জন্য জনগণ ও সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির কয়েক হাজার মানুষ মারা গেছে ও নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার তিনি লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরকে পাঠানো এক শোক বার্তায় বলেন, ‘পূর্ব লিবিয়ায়, বিশেষত বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসাত্মক আঘাৎ সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত।’ 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই ট্র্যাজেডিতে ২৮ শ’রও বেশি মূল্যবান প্রাণহানি ও কয়েক হাজার নিখোঁজ মানুষের প্রতি তার আন্তরিক সমবেদনা জানান।
ড. মোমেন বলেন, ‘আমরা এই ঘটনার নিহতদের পরিবারের সদস্য ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি- যারা এখন এই হৃদয়বিদারক কষ্টের কঠিন সময় পার করছেন। এই বিশাল ধ্বংসযজ্ঞ, ব্যাপক বন্যা, জীবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি প্রচন্ড মন খারাপ হওয়ার মতোই ঘটনা।’
বার্তায় আরো বলা হয়েছে, ‘আমি নিশ্চিত যে, জাতির সংহতি ও দৃঢ়তায় এই কঠিন সময় পার করতে সক্ষম হবে। সর্বশক্তিমান তাদের এই কঠিন অবস্থা সহ্য করার মতো শক্তি, সাহস ও উজ্জ্বল ভবিষ্যত গড়ার মতো সহন-শক্তি দিন।’
ড. মোমেন লিবীয় পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং ভবিষ্যতে লিবিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যহত সুখ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।