বাসের ধাক্কায় সিরাজগঞ্জে অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত চারজন

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২

সিরাজগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): এখানে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী (একই পরিবারের) নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী  সুমনা খাতুন (২২) ও শফিকুল ইসলামের ছোট বোন লাকি খাতুন (২৫)। আহতরা হলেন, জুবায়ের হোসেন (২৭), রঙ্গিলা খাতুন (৫৫), নুর ইসলাম (৪৬) ও শিশু রাইছা মনি (৭)

নিহতদের আত্মীয় রুহুল আমীন জানান, সন্ধ্যা ৭টার দিকে শফিকুল ইসলাম ব্যাটারি চালিত অটোভ্যানযোগে পরিবারের সদস্য নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

ভ্যানটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি পৌঁছলে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছোট বোন নিহত হয়। এসময় আহত হয় আরো চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০