ফিলাডেলফিয়ায় এক্সিকিউটিভ বিমান বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ আপডেট: : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত শহরতলিতে শুক্রবার ছয়জন আরোহীসহ একটি ছোট এক্সিকিউটিভ বিমান বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ একটি বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে আগুন লেগে যায় এবং বাড়িঘর ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

ফিলাডেলফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এটি একটি লিয়ারজেট ৫৫ এক্সিকিউটিভ বিমান ছিল। গ্রিনিচ মান সময় ২৩৩০ নাগাদ শহরের ঘনবসতিপূর্ণ জেলা শহরের ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যস্ত রাস্তার উপর বিধ্বস্ত হয়। এফএএ এক বিবৃতিতে জানায়, লিয়ারজেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন জাতীয় বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে এবং উত্তরপূর্ব ফিলাডেলফিয়া এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরই বিধ্বস্ত হয়।

এফএএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এটি জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ডের সাথে তদন্ত করা হবে।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার ঘটনাস্থলে বলেন, আমাদের কাছে হতাহতের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য নেই। তিনি বলেন, বেশ কয়েকটি বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গভর্নর জোস সাপিরো বেসরকারি বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, সকল ধরনের জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে।

তিনি বলেন, আমরা হালনাগাদ তথ্য প্রদান অব্যাহত রাখব।

ওয়াশিংটন ডিসিতে রিগ্যান জাতীয় বিমানবন্দরে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রায় সিকি শতাব্দীর মধ্যে সবচেয়ে মারাত্মক মার্কিন বিমান দুর্ঘটনা ছিল এটি। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হন। এর মাত্র দুই দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্ত হল। 

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফিলাডেলফিয়া ট্র্যাজেডিতে আরো প্রাণ হারানোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী জানা যায়, বিধ্বস্ত লিয়ারজেট বিমানটি ছিল চিকিৎসা রোগীদের পরিবহনের জন্য ব্যবহৃত একটি বিমান।

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ এক বার্তায় এই দুর্ঘটনাকে একটি বড় ঘটনা বলে আখ্যায়িত করেছে। আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০