বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী জঙ্গি মাসুদ বসুন্ধরায় আটক

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মাসুদকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ সহকারি পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত ১নং পলাতক আসামী  গ্রেফতারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে  সুমন (৪৫) ঝালকাঠি জেলার নলছিটি থানার রায়পাশা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন "হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)"র সক্রিয় একজন সদস্য। ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় বোমা হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এবং চেষ্টা মামলায়র আসামী জঙ্গি মাসুদ সিলেটে ২৩ বছর ধরে বিচারাধীন  মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১নং আসামী।
তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ব্যবসার ফাঁকে ফাঁকে তাবলিগ জামায়াতের সাথে যুক্ত হয়। ২০০০ সালে এহতেশাম নামের একজনের সাথে শাকিলের পরিচয় হয়। এহতেশামের মাধ্যমে তার পরিচয় হয় ডাঃ আরিফ আহমেদ রিফা ও আবু ওবায়দার সাথে, যারা সকলেই হরকাতুল জিহাদ আল ইসলামী সংগঠন (হুজিবি) এর সক্রিয় সদস্য ছিল। হুজিবি’র এই সদস্যরা প্রায়শই সিলেটের সুরমা ভ্যালি হোটেলে বসে  নাশকতার পরিকল্পনা করত। এএসপি ওয়াহিদা পারভীন জানান, হুজিবির এই সদস্যরা ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী জনসভার দিন বোমা হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু হামলার আগের দিন ২৫ সেপ্টেম্বর রাতে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের পার্শ্ববর্তী ফাজিল চিশতে এলাকায় ডাঃ আরিফ আহমদ রিফার বাসায় বোমা তৈরী ও হস্তান্তর করতে গিয়ে বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে হুজিবি’র সক্রিয় সদস্য মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ও আবু ওবায়দা ওরফে হারুনকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। পরে সে আদালত থেকে জামিনে গিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এটিইউ পুলিশের এ কর্মকর্তা ।