শিরোনাম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : মোবাইল ফোন চুরি ও আইএমইআই পরিবর্তন করে ক্রয়-বিক্রয়ের অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৮০টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, আইএমইআই কাটায় ব্যবহৃত ৩টি ডিভাইস, ১৫টি সিম কার্ড ও ১১টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. দিপু, মো. সুজন, মো. লাম ইসলাম, মো. সোহেল রানা, মো. শাহিরুল ইসলাম, মো. রায়হান, মো. ইমরান নাজির, মো. জাহাঙ্গীর আলাম, শেখ মো. বাবু, মো. সুমন শেখ ও মো. মোশারফ।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
আজ দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহের নেতৃত্বে ঢাকা মহানগর ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর, আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয় চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করে।
ডিবি প্রধান বলেন, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা জনসমাগমস্থল, বাস টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করে। পরে মোবাইল ফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রি করে। মোবাইল ফোন লক খোলার ক্ষেত্রে এ চক্রের সদস্যরা মো. সুজন ও মো. লাম ইসলামের সহায়তা নিতো।
তুরাগ থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।