ঢাবিতে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২২
শনিবার ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হলের আবাসিক শিক্ষক ড. সাইফুল হক বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন এবং হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবন উদ্বোধনের মাধ্যমে ছাত্রদের আবাসন সংকট কিছুটা নিরসন হবে বলে তিনি আশা করেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, তাদের ঋণ আমাদের স্মরণে রাখতে হবে। শহিদদের স্মৃতি রক্ষার্থে নবনির্মিত এই ভবনের নামকরণ ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জন গ্রেফতার 
এনবিআর চেয়ারম্যানের ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন 
শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসছে, চুক্তির চাপ বাড়াচ্ছেন ট্রাম্প 
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম
চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াত নেতাদের অব্যাহতি
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
১০