বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫

অক্টোবরে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : বিশ্বের বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। আগামী ১৭ থেকে ১৮ অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্ট নগরীতে বসবে এই মেলার ৭৫তম আসর।
সংস্কৃৃতি সচিব খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রখ্যাত বাংলাদেশি লেখকদের সঙ্গে এই মেলায় অংশ নেবেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে থাকবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।
বাংলাদেশের অংশগ্রহণে তদারকি করবেন জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম।
অংশগ্রহনকারী প্রকাশনা সংস্থা এবং দর্শনার্থীদের বিপুলসংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলাটি আন্তর্জাতিক লেনদেন এবং বাণিজ্যের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইমেলা হিসাবে বিবেচিত হয়।