বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২

ব্লক ইট ব্যবসায়ীদের জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে সরকার : পরিবেশ সচিব

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। 
তিনি আরো বলেন, ব্লক ইটে রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের প্রণোদনা, প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্দেশ্যে এই অর্থ ব্যবহার করা হবে। ব্লক ইটে রূপান্তর সহজ করার জন্য, সকল প্রকারে উদ্যোক্তাদের সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
ফারহিনা আহমেদ আজ রাজধানীর পরিবেশ অধিদপ্তরে বায়ুদূষণ হ্রাস ও কৃষিজমি সংরক্ষণে সরকারি নির্মাণ কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে  আয়োজিত এক  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর   এডিমন গিন্টিং এবং  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী ।