শিরোনাম
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস): আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতিকে যতদিন না নিশ্চিহ্ন না করতে পারব, ততোদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ বৃহস্পতিবার রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালী যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, সেসময় আমাদের সূর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা।
তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবছরই বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আজকেও তা করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ছাত্রলীগের আয়োজনে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা ও মোবাবাতি প্রজ্জ্বলনে অংশ গ্রহণ করেন নানক।
এ সময়ে তিনি বলেন, স্বাধীনতার বায়ান্ন বছর পরও স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাদের মোকাবিলা করে রাজনৈতিকভাবে জয়ী হবে স্বাধীনতার পক্ষের শক্তিরা।