মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. রফিকুল আলী (৩২), মোহাম্মদ আলী (৪০),  মো. রবিউল (২৫), মো. রাজু (১৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. রকিব (১৮), শিমুল (২৪), মো. ফাইজুল সরকার (৩০), মহর আলী (২৯), শাওন (২০), মেহেদী হাসান অন্তর (২০), মুন্নি (২০), মো. রজব (২০), মো. সোহেল (২৮), মো. শাহজাদা (২২), মো. হৃদয় (২৬), মো. রিপন (৪৬),  মো. মিজানুর রহমান (৩৮), মো. শাহ আলম (৪০), মো. রিপন শিকদার (৪২), মো. গোলাপ (২৪), আসমা খাতুন (২৬) ও  মনুফা খাতুন (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০