মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. রফিকুল আলী (৩২), মোহাম্মদ আলী (৪০),  মো. রবিউল (২৫), মো. রাজু (১৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. রকিব (১৮), শিমুল (২৪), মো. ফাইজুল সরকার (৩০), মহর আলী (২৯), শাওন (২০), মেহেদী হাসান অন্তর (২০), মুন্নি (২০), মো. রজব (২০), মো. সোহেল (২৮), মো. শাহজাদা (২২), মো. হৃদয় (২৬), মো. রিপন (৪৬),  মো. মিজানুর রহমান (৩৮), মো. শাহ আলম (৪০), মো. রিপন শিকদার (৪২), মো. গোলাপ (২৪), আসমা খাতুন (২৬) ও  মনুফা খাতুন (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০