মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. রফিকুল আলী (৩২), মোহাম্মদ আলী (৪০),  মো. রবিউল (২৫), মো. রাজু (১৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. রকিব (১৮), শিমুল (২৪), মো. ফাইজুল সরকার (৩০), মহর আলী (২৯), শাওন (২০), মেহেদী হাসান অন্তর (২০), মুন্নি (২০), মো. রজব (২০), মো. সোহেল (২৮), মো. শাহজাদা (২২), মো. হৃদয় (২৬), মো. রিপন (৪৬),  মো. মিজানুর রহমান (৩৮), মো. শাহ আলম (৪০), মো. রিপন শিকদার (৪২), মো. গোলাপ (২৪), আসমা খাতুন (২৬) ও  মনুফা খাতুন (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০