থানায় জিডি: দুই ঘণ্টার মধ্যে দুই শিশুকে উদ্ধার করলো ডিএমপির তেজগাঁও বিভাগ

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪
জিডি হওয়ার ২ ঘণ্টার মধ্যে দুই শিশুকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার দুই ঘণ্টার মধ্যে দুই শিশুকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার শিশু দুটিকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশু দুটির নাম মো. আলিফ হোসাইন ও মো. হুসাইন।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, তাইবুল ইসলাম পেশায় রিকশাচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে। তাদের দুটি সন্তান ৫ বছর ৬ মাস বয়সী মো আলিফ হোসাইন ও ৩ বছর ৬ মাস বয়সী মো হুসাইন। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৬ টায় তাইবুলের স্ত্রী কাজে চলে যান। দুই শিশু সন্তানকে রেখে সকাল ১০টার দিকে তাইবুল ইসলামও রিকশা নিয়ে বের হয়ে যান। দুপুর আনুমানিক ২টার সময় তাইবুল বাসায় ফিরে দেখেন তার দুই শিশু সন্তান বাসায় নেই। তিনি তার প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, ছেলে দুটিকে দুপুর সাড়ে ১২টায় শাপলা হাউজিং কালভার্ট এলাকায় সর্বশেষ খেলাধুলা করতে দেখা যায়। পরবর্তীতে তাইবুল তার আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজনকে নিয়ে শিশু দুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। খোঁজাখুজি করে শিশু দুটিকে না পেয়ে তাইবুল শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানা সূত্র আরও জানায়, থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার দুই ঘণ্টার মধ্যে শিশু দুটিকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে তাদের পিতা তাইবুলের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দ্রুততম সময়ে শিশু দুটিকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাইবুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০