থানায় জিডি: দুই ঘণ্টার মধ্যে দুই শিশুকে উদ্ধার করলো ডিএমপির তেজগাঁও বিভাগ

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪
জিডি হওয়ার ২ ঘণ্টার মধ্যে দুই শিশুকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার দুই ঘণ্টার মধ্যে দুই শিশুকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার শিশু দুটিকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশু দুটির নাম মো. আলিফ হোসাইন ও মো. হুসাইন।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, তাইবুল ইসলাম পেশায় রিকশাচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে। তাদের দুটি সন্তান ৫ বছর ৬ মাস বয়সী মো আলিফ হোসাইন ও ৩ বছর ৬ মাস বয়সী মো হুসাইন। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৬ টায় তাইবুলের স্ত্রী কাজে চলে যান। দুই শিশু সন্তানকে রেখে সকাল ১০টার দিকে তাইবুল ইসলামও রিকশা নিয়ে বের হয়ে যান। দুপুর আনুমানিক ২টার সময় তাইবুল বাসায় ফিরে দেখেন তার দুই শিশু সন্তান বাসায় নেই। তিনি তার প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, ছেলে দুটিকে দুপুর সাড়ে ১২টায় শাপলা হাউজিং কালভার্ট এলাকায় সর্বশেষ খেলাধুলা করতে দেখা যায়। পরবর্তীতে তাইবুল তার আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজনকে নিয়ে শিশু দুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। খোঁজাখুজি করে শিশু দুটিকে না পেয়ে তাইবুল শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানা সূত্র আরও জানায়, থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার দুই ঘণ্টার মধ্যে শিশু দুটিকে দারুস সালাম থানা এলাকা হতে উদ্ধার করে তাদের পিতা তাইবুলের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দ্রুততম সময়ে শিশু দুটিকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাইবুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০