শিরোনাম
মাদারীপুর, ২৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান বলেছেন, সারাবিশ্ব জানে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না, এমনকি গণতান্ত্রিক আন্দোলনও আশা করা যায় না।
তিনি বলেন, ‘যানবাহন বন্ধ করার জন্য বিএনপি নাশকতা করছে। গাড়ি পোড়াচ্ছে, রেলে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এজন্য জনগণ বিএনপিকে ভয় পায়। সারাবিশ^ জানে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না, এমনকি গণতান্ত্রিক আন্দোলনও আশা করা যায় না। এই সন্ত্রাসী আন্দোলনকে প্রতিহত করবো জনগণকে সাথে নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও যদি বিএনপি নাশকতা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশে সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার বিএনপির বিরুদ্ধে লড়াই করবো।’
আজ মঙ্গলবার শাজাহান খান তার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের রেন্ডিতলায় প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় যেতে চায়। কাগজের বাঘের মতো হুংকার দিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে জনগণের কোন সম্পৃক্ততা নেই।
মাদারীপুর-২ আসনের সাতবারের সংসদ সদস্য শাজাহান খান বলেন, বিএনপি জনগণকে বলছে, নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করবেন না। তারা বলেছে, বিদ্যুৎ বিল, পানির বিল ও ট্যাক্স দিবেন না। এতে ক্ষতি হবে জনগণের, কারণ এগুলো রাষ্ট্রীয় বিল। এগুলো না দিলে এমনিতেই সব সংযোগ বিচ্ছিন্ন করে দিবে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, মাদারীপুর বনিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভুইয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।