বান্দরবানে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান নৌ পরিবহন উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪২
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন -ছবি : বাসস

বান্দরবান, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস): নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বান্দরবানে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। 

সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাই মিলে বসে দেখতে হবে এখানে কেন এমন হলো। আর এটাকে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। 

আজ শুক্রবার বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিপথে গিয়ে লাভ হয়নি। আর হবে না। সমস্যা থাকলে সবাই মিলে আলোচনা করব। সমাধান করব। এ দেশে শুধু আমার না, সবার। এখানের সংস্কৃতি, আচার-ব্যবহার সবাই সম্মান করে আসছে।

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞ্চানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরীসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সড়ক পথে উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন। একই সাথে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গনে একটি চারা রোপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সদস্যদের মধ্যে চেক বিতরণ 
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মহিন ফের পাঁচ দিনের রিমান্ডে
বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার
ওয়ানডে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল
১৩ মৌসুম মাদ্রিদে কাটিয়ে মিলানে যোগ দিলেন মড্রিচ
বগুড়ায় ‘ডাকাত সর্দার’সহ গ্রেপ্তার ৩
১০