ফৌজদারহাট ক্যাডেট কলেজ সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফৌজদারহাট ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেডে সালাম গ্রহণ করেন - ছবি : আইএসপিআর

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের (ওফা)’ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর ২য় দিন আজ শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার এবং ওফা চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিনসহ অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত '৭১ এর ফৌজিয়ান' এ পুস্পস্তবক অর্পণ করেন। 

এরপর বর্তমান ও সাবেক ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। 

প্রধান অতিথি দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০