বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫

উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার : নাছিম

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে স্বাচিপ এবং সকল অ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহারে কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, গণতান্ত্রিক চর্চার প্রসার, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুলভ করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা-সহ মোট ১১টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।
তিনি বলেন, আওয়ামী লীগ চায় শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের আমরা কোন ছাড় দিব না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা আমাদের দেওয়া কথা অতীতেও রেখেছি সামনেও রাখবো।
বাহাউদ্দিন নাছিম দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে স্বাচিপ এবং সকল অ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভার মাধ্যমে তার প্রচারণা শুরু করেন।
পরবর্তীতে তিনি বিকেলে পিডব্লিউডি ষ্টাফ কোয়ার্টার এলাকায়, নয়া পল্টন, পূর্ব মানিক নগর এলাকা, অমরচান গলি হয়ে ফকিরাপুল পানির পাম্পের সামনে দিয়ে কালভার্ট রোড এলাকা, পুরানা পল্টন সংবাদ পত্রিকা বিল্ডিং এলাকা, রবিন টাওয়ার, সুলতানাবাদ কলোনী এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকায় ব্যারিষ্টার রফিকুল  হক এর বাড়ি হয়ে সুরমা টাওয়ার এলাকায় গণসংযোগ করেন।