শিরোনাম
ঢাকা, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস): যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার পালিত হলো বিচারপতি কে এম সোবহানের ১৬ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে জাস্টিস কে এম সোবহান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা, মোনাজাত, আলোচনা ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রীসহ স্কুল ব্যাগ বিতরণের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়।
উক্ত আয়োজনে ট্রাস্টের চেয়ারম্যান ড. রুমানা নাহিদ সোবহানের নেতৃত্বে ট্রাস্টের সাধারণ সম্পাদক মুন্নী ইয়াসমিন, কোষাধ্যক্ষ, উপদেষ্টা মন্ডলীসহ ট্রাস্টের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
ট্রাস্টের চেয়ারম্যান ড. রুমানা নাহিদ সোবহান বলেন, বিচারপতি কে এম সোবহান আজীবন বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে কাজ করে গেছেন। অথচ এই অসামান্য মানুষটি স্বাধীনতা পদক ও একুশে পদকসহ কোন পদক পাননি। আজকের এই স্মরণীয় দিনে এই মহীরুহকে স্বাধীনতা পদক, একুশে পদক ও অন্যান্য জাতীয় পদকে ভূষিত করার দাবি জানান তিনি।
এ উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সাহাপাড়া হাজীপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন ছাত্রছাত্রীকে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।